12th fail movie review in bengali
12th fail movie honest review in bengali
সত্যি বলতে যখন 12th fail movie release হয়। তখন আমি ভেবেছিলাম যে একটা normal ফিল্ম।
তাই আমার ততটা interest ছিলনা দেখার জন্যে।আর দেখতে ইচ্ছেও করেনি।
কিন্তু আমার hotstar subscribtion নেওয়া আছে । তাই আমি অনেক সময় movie দেখার জন্যে app টা open করি। আজ হঠাৎ দেখলাম যে movie টা OTT তে আছে। তাই boring ভাব কাটানোর জন্যে দেখলাম। 1st half এ একটু boring লাগছিলো তাই অনেক জায়গায় টেনেও দিয়েছি। কিন্তু পরের half এ আস্তে আস্তে interest পেলাম তাই মন দিয়ে দেখতে শুরু করলাম।
সত্যি বলতে movie টা খুব সুন্দর বানিয়েছে। Story টাও খুব সুন্দর।
আর একটা বিষয় হলো যে
আমরা দেখবে অনেক সময় অন্য কিছুর চেষ্টা করি। আমরা অনেক সময় নতুন কিছু করার জন্যে অনেক motivate হই। কিন্তু কিছু দিন পর আবার demotivated হয়ে যায়। তার কারণ হলো আমাদের পাশে কেউ থাকেনা আমাদের সব সময় উৎসাহ দেওয়ার জন্যে। সেটা বন্ধু বা বান্ধবী বা মা বাবা হোক।
কেউ আমাদের বলেনা যে তুমি করো আমি তোমার পাশে আছি।
তাই আমরা যখন একবার হেরে যায় তখন আর আমাদের উৎসাহ থাকেনা। আমরা উৎসাহ হারিয়ে ফেলি।
আমরা হেরে গেলে সবাই আরো বলে ওঠে তুমি পারবে না। কেউ বলে না যে তুমি নতুন করে শুরু করো মানে যেটা ফিল্ম এ বলছিলো না যে restart করো।
তাছাড়াও আমাদের বাস্তব জীবনে এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে এই রকম যেধ ধরে রাখতে পারে। সবাই পারে না। আমিও পারিনা।
যেমন ধরো এই movie টা আমি একটু আগেই দেখলাম তাই হয়তো এখন অনেক motivate লাগছে নিজেকে যে আমিও কিছু করতে পারবো। কিন্তু হয়তো দেখা যাবে কিছু দিন পর আর থাকবেনা।
এখন কার যুগে ৯৯% মানুষ এই রকমই।
একটা কথা আছে না যে ঠেলায় না পরলে বিড়াল গাছে ওঠেনা। হয়তো আমরা এখনো ঠেলায় পড়িনি। যেদিন পড়বো সেদিন অবশ্যই পারবো।