সাউথ ইন্ডিয়ান মুভি রিভিউ

Hi nanna movie review in bengali

Hi nanna movie review in bengali

আমরা কোনো মুভির ট্রেলার দেখে সম্পূর্ণ বুঝতে পারিনা যে এই মুভির গল্প টা কেমন হতে পারে। সত্যি বলতে এটাই হলো সাসপেন্স।

আমি যখন hi nanna (hi papa) মুভি টার ট্রেলার দেখলাম তারপর মনে হলো কি জানি কেমন হবে। কিন্তু একটা জিনিস আমাকে আকর্ষণ করেছিল সেটা হলো এই মুভির যে নায়িকা মৃণাল ঠাকুর। সত্যিই খুব কিউট লাগছিলো । তাই ভাবলাম দেখায় যাক মুভি টাকে।

Hi nanna movie review in bengali

মুভির প্রথমে যখন দেখলাম যে একটা বাবা আর মেয়ের স্টোরি চলছে তখন ভাবলাম যা কোনো রোমান্টিক স্টোরি হয়তো নয় । তাই তখন একটু মন ভাঙলো আমার।

কিন্তু হঠাৎ করে যখন মুভির স্টোরি তে twist(টুইস্ট) আসলো তখন মনে হলো এবার দেখতে হবে ব্যাপার টা কি?

তারপর তো সবাই দেখেছি বিয়ের আগের কাহিনী। আমার বিয়ের আগের কাহিনী ততটা মনে দাগ কাটেনি। তারপর বিয়ের পরে কাহিনী ঠিকঠাক ছিল।

আমার সব চেয়ে বেশি ভালো লেগেছিলো কফিশপ থেকে চলে যাওয়ার পরের থেকে ।

Hi nanna movie review in bengali

তখন থেকে আমার মনে হচ্ছিল যে এরা কি সত্যি দুজনেই আগের থেকে চেনে একে অপরকে! কারণ কোথায় যেনো একটা মিল পাচ্ছি। এই মেয়ে টি সেই নায়িকা!

আমার এই মুভিতে সব থেকে সুন্দর দৃশ্য টা হলো সমুদ্রের ধারে রাতে দুজন পাশাপাশি বসে কথা বলা, হঠাৎ নায়িকা নায়ক কে kiss করার দৃশ্যটা, just wow. খুব খুব সুন্দর ছিল। তারপর যখন পরেরদিন সকালে ব্ল্যাক শাড়ি পরে আসলো, কি বলবো মনে হচ্ছিলো যে এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে।

তখন থেকে আমি এই নায়িকার fan হয়ে গেছি। সত্যি দেখতে খুব সুন্দর ইনি। তারপর শাড়ি পরে আরো বেশি কিউট লাগছিলো। সত্যি বলতে শাড়িতেই নারী, এই কথা টা সত্যিই। একটা মেয়ে কে শাড়িতে বেশি সুন্দর লাগে। একটা মেয়ে কতটা সুন্দর সেটা বোঝা যায় যখন সে শাড়ি পরে তাইনা বলো?

বাকি মুভি নায়ক কে ভালো লেগেছে কারণ আমার মনে হয় ফটোগ্রাফার দের কোকড়ানো চুলেই বেশি ভালো লাগে। আলাদা একটা লুক দেই।

আমার একটা জিনিষ একটু খারাপ লেগেছে বা মনে কষ্ট দিয়েছে যে একটা ছেলের প্রিয় মানুষটি তাকে চিনতে পারছেনা। সেটা কত টা কষ্টের হতে পারে। তারপর তাকে অন্যের হতে দেখা কতটা কষ্টের বলো।

আমরা কত দিব্যি দেই বলো, কিন্তু সব দিব্যি কি রাখা যায়, আমি তো পারিনা। কিন্তু এই নায়ক সেই কথা রেখেছিল।

আর আমি এটাও চাইছিলাম যে দয়া করে নায়িকার স্মৃতি ফিরে আসুক সম্পূর্ণ। কিন্তু সেটা হয়নি।

hi nanna movie review in bengali

পরে বুজলাম ভালো হয়েছে সম্পূর্ণ স্মৃতি ফিরে আসেনি। কারণ সম্পূর্ণ স্মৃতি ফিরে পেলে তাদের জীবন টা আবার আগের মতো হয়ে যেতো তাইনা।

আমার মনে হয় যদি মুভির feel নিতে চাও তাহলে সাউথ ইন্ডিয়ান মুভি দেখা উচিত কারণ সব মুভিতে একটা সম্পূর্ণ আলাদা গল্প থাকে।

এই মুভিটা আমার খুব খুব ভালো লেগেছে। চোখ বন্ধ করলে এখনও সব দৃশ্য মনে পরে আমার।

মভিটি দেখতে পাবেন এখানে 

এই মুভি নিয়ে তোমার কি মত কমেন্টে জানিও।

আমাদের অন্যান্য পোস্ট গুলি দেখুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *