বাংলা মুভি রিভিউ

খাদান মুভি ট্রেলার রিভিউ

ফ্যামিলি লিয়ে ব্যাস্ত আছি বলে কি ভাবেছিস?
একশনটা ভুলে গেছি !
ওটা আমারই কাজ.

khadaan dev

খাদান মুভি ট্রেলার রিভিউ :

আমাদের প্রিয় বাংলা সিনেমার হিরো দেব এর নতুন মুভি খাদান। এই মুভিতে দেবকে একদম নতুন রূপে দেখা যাচ্ছে। কারণ এতদিন দেব একদম আলাদা চরিত্র করছিল, যেটা একদম সিম্পল ফ্যামিলি টাইপের। কিন্তু হঠাৎ এই রকম ট্রান্সফর্ম দেখে আমরা সকলে যারা খাদান মুভি এর ট্রেইলর দেখেছেন তারা খুব অবাক হয়ে গেছেন। আমিও খুব অবাক হয়ে গেছি এবং খুব খুশিও হয়েছি। কারণ অনেকদিন পর একটা দেখার মতো মুভি আসছে।


কারণ আমি সত্যি বলতে সব রকম মুভি দেখতে পছন্দ করি, কিন্তু অ্যাকশন মুভি দেখতে বেশি ভালো লাগে। অবশ্য এটা আমাদের মুডের উপর ডিপেন্ড করে তাইনা।
সত্যি বলতে বাংলায় এতদিন তেমন কোনো মুভি আসেনি যেটা পুরো ইন্ডিয়াতে একটা নাম ছড়াবে। কিন্তু এখন এই মুভির ট্রেইলর দেখে মনে হচ্ছে সত্যি একটা হৈ হৈ ব্যাপার ঘটবে। করণ এই মুভিটা পুষ্পা, কেজিএফ, কান্তারা মুভির সঙ্গে টক্কর দিতে পারবে বলে মনে হচ্ছে।

khadaan release date
একটা ডায়লগ যেটা খুব জনপ্রিয় হয়ে উটেছে
ফ্যামিলি লিয়ে ব্যাস্ত আছি বলে কি ভাবেছিস?
একশনটা ভুলে গেছি !
ওটা আমারই কাজ.


সত্যি একদম ইউনিক একটা ডায়লগ, যেটা একদম আলাদা অন্য রকম।


এই মুভি তে দেব তো আছেই তার সঙ্গে আর একজন সুপার ডুপার অভিনেতা যিশু সেনগুপ্ত আছে যিনি বাংলায় তেমন নাম করতে না পারলেও সাউথ ইন্ডিয়ান মুভি তে খুব ভালো নাম করেছেন।
ইনি একজন ভিলেন এর অভিনয় খুব ভালো করেন সাউথ ইন্ডিয়ান মুভি তে।
কিন্তু ইনাকে বাংলায় তেমন সুযোগ দেয়নি । তাই নিজেকে আত্মপ্রকাশ করতে পারেনি।
দুজনের অভিনয় এই মুভিতে ১০০% দেবে, যাতে মুভিটা আলাদা লেভেলে পৌঁছাবে।

khadaan movie
এর সঙ্গে আর একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে এই মুভি তে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া হয়েছে সেটা একদম আলাদা লেভেলের।
ট্রেইলর দেখেই আমি বা আপনি এই মুভির ফ্যান হয়ে যাবেন।
মনে হচ্ছে যেন একটা সাউথ ইন্ডিয়ান মুভি এর ট্রেইলর দেখলাম। এখন মনে হচ্ছে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি আবার জেগে উঠছে। সত্যি বলতে বাংলা কোনো অংশে কম নয় শুধু বাংলার হিরো রা মুভি ছেড়ে অন্য দিকে মন দিয়েছিল তাই কিছু হয়ে ওঠেনি। কিন্তু এখন মনে হচ্ছে আবার পুরো ভারতে নাম করতে চলে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি।
বাকি মুভির স্টোরি টা ওতো টা বোঝা না গেলেও কোনো ব্যাপার না, কারণ আগে বুঝে গেলে তো কোনো মজাই পাওয়া যাবে না তাইনা।
একটু সাসপেন্স থাকা ভালো।
আমি তো খুব এক্সসাইটেড এই মুভি টা দেখার জন্যে।

ট্রেলার দেখুন 

 

Top Cast :

দেব , যীশু সেনগুপ্ত , ইধিকা পাল , আরও অনেকে । 

Release Date :

June 28 , 2024 ( ভারতে )

আপনি কতটা এক্সসাইটেড দেখার জন্যে আর আপনার কি মত এই মুভিটার উপর তা আপনি কমেন্ট বক্সে লিখুন।

One thought on “খাদান মুভি ট্রেলার রিভিউ

  • Awsome article and straight to the point. I don’t know
    if this is in fact the best place to ask but do you people
    have any ideea where to employ some professional
    writers? Thank you 🙂 Escape roomy lista

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *