সাধারণ

শরীরে টিকটিকি পতনের ফলাফল

এই জগতে যাই ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে এটাই আমাদের বিশ্বাস ।
তাই ছেলে বা মেয়ে উভয়ের শরীরের হঠাৎ কোনো জায়গায় টিকটিকি পড়লে বা নিচ থেকে আমাদের শরীরে উঠলে
তার পেছনে কি কারণ থাকে।

সে গুলো নিয়েই আজ আলোচনা করব:

মাথায় টিকটিকি পড়লে কি হয় – রাজ্যলাভ বা রাজতুল্য সুখলাভ বুঝায়।

কানে টিকটিকি পড়লে কি হয় – অলংকারদি লাভ হয়ে থাকে।

বুকের পাঁজরে ও চোখে ঠিকটিকি পড়লে কি হয় – বন্ধুর সঙ্গে সাক্ষাৎকার ঘটে।

মুখে টিকটিকি পড়লে কি হয় – মিষ্টদ্রব্য ভোজন হয়।

নাকে টিকটিকি পড়লে কি হয় – সুগন্ধিবস্তু লাভ হয়ে থাকে।

কন্ঠে টিকটিকি পড়লে কি হয় – অর্থাগম হয়।

বাম ও ডান বাহুতে টিকটিকি পড়লে কি হয় – মানসিক আনন্দ লাভ হয়।

হাতে বা করতলে টিকটিকি পড়লে কি হয় – অর্থলাভ হয়।

হৃদয়ে টিকটিকি পড়লে কি হয় – সোহাগবৃদ্ধি পায় বা সোহাগ লাভ হয়।

পিঠে টিকটিকি পড়লে কি হয় – ভূ-সম্পত্তি লাভ হয়।

কোমরে টিকটিকি পড়লে কি হয় – নতুন বস্ত্র লাভ হয়।

গুহদ্বারে টিকটিকি পড়লে কি হয় – মৃত্যু ভয়।

জানুদেশে টিকটিকি পড়লে কি হয় – অর্থক্ষয় হয়।

ওপর থেকে যদি সামনের দিকে টিকটিকি পড়ে তাহলে যানবাহন লাভ হয়।

পায়ের ওপর টিকটিকি পড়লে কি হয় – দেশ ভ্রমণ হয়।

পায়ের তলা থেকে উপর দিকে টিকটিকি উঠলে কি হয় – অমঙ্গল সূচনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *